গাজীপুরে হত্যার ঘটনায় গ্রেফতার ১

0

গাজীপুরের পূবাইল থানাধীন পদ-হারবাইদ এলাকায় অটোচালকে হত্যার ঘটনায় ১৩ দিন পর অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গ্রেফতারকৃত মোহন মিয়া (২৮) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মসজিদজাম গ্রামের মনু মিয়ার ছেলে। সে পূবাইল থানাধীন মাজুখান এলাকায় মনিরের বাড়িতে ভাড়া থাকতেন। 

বুধবার দুপুরে পূবাইল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 
ওসি জানান গত ১০ই এপ্রিল সন্ধ্যায় অটো চালক কবির হোসেন জীবিকার তাগিদে অটো নিয়ে বাসা থেকে বেড় হন। পরে মোহন রিকসাটি ভাড়া নিয়ে মাজুখান এলাকা হতে হারবাইদ যাওয়ার উদ্যেশে রওনা হন। এসময় পদ-হারবাইদ এলাকায় পৌছলে অটোটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় নিহত চালক বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর আশপাশের লোকজন মোহনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত কবিরের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে পূবাইল থানার একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ ঘটনাস্থল ও আশপাশ এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামী মোহনকে সনাক্ত করে মোহনকে আটক করে ব্যপক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বিকার করেন। আজ দুপুরে অভিযুক্ত মোহনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here