এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের সরাসরি বাস্তবায়নাধীন ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (UPHCSDP)’-এর দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ৩টি পার্টনার এনজিওর মাধ্যমে ৩টি নগর মাতৃসদন কেন্দ্র এবং ৭টি নগর স্বাস্থ্য কেন্দ্র পরিচালিত হচ্ছে, যা নগরের ছয়টি অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।
প্রকল্পটি আগামী জুন ২০২৫-এ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এর পরবর্তী সময়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় অন্তবর্তীকালীন ৬ মাস থেকে ১ বছরের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম কীভাবে টেকসইভাবে চালু রাখা যাবে, সে বিষয়ে ২৮ ও ২৯ এপ্রিল গাজীপুর নগর ভবনের সভাকক্ষে ‘স্বাস্থ্যসেবা কার্যক্রমের টেকসই রূপরেখা প্রণয়ন বিষয়ক ওরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব খন্দকার মো. নাজমূল হুদা শামীম, এবং সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব আবদুল লতিফ খান। অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল হুদা।
সভাটি সঞ্চালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন ইউনিটের প্রোগ্রাম অফিসার ডা. মোহাম্মদ রহমত উল্লাহ।
সভায় অংশগ্রহণকারীরা প্রকল্প-পরবর্তী সময়ের সেবা অব্যাহত রাখার সম্ভাব্য রূপরেখা, করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে টেকসই করার বিষয়ে মতামত তুলে ধরেন।