গাজীপুরে সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর খবর গোপন করার অভিযোগ

0

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবারও বিদেশি পাখি ও প্রাণীর মৃত্যুর খবর পাওয়া গেছে থানার জিডি’র সূত্র ধরে। চলতি মাসের ৭ জুলাই ওয়াইল্ডবিস্ট ও ৮ জুলাই ব্লু ম্যাকাও মারা যাওয়ার বিষয় উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরী করলেও কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমের কাছে গোপন রাখে। পরে থানায় খোঁজ নিয়ে প্রাণীর মৃত্যুর বিষয়টি জানতে পারে গণমাধ্যম কর্মীরা।

থানায় দাখিল করা জিডি সূত্রে জানা যায়, ব্লু ম্যাকাউ কোয়ারেন্টিন শেডে ও ওয়াইল্ডবিস্টের বাচ্চা ১৪ মাস অসুস্থ থেকে মারা যায় মর্মে জিডি করেন সাফারি পার্কের ইনচার্জ সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম। এর আগেও গত বছরের নভেম্বর মাসে মারা যায় আরেকটি ওয়াইল্ডবিস্ট।

প্রাণী মারা যাওয়ার বিষয়ে বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ১৪ মাস বয়সী ওয়াইল্ডবিস্ট শাবকটি তার বাবার লাথির আঘাতে গুরুতর আহত ছিল। আর ম্যাকাওটিও অসুস্থ ছিল সংক্রমণজনিত কারণে। দুটির চিকিৎসা চলছিল, চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুটি প্রাণী।

আর প্রাণী মৃত্যুর ঘটনা লুকানোর প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো কিছুই গোপন করি না। আমরা আমাদের প্রপার চ্যানেলকে তা অবহিত করি, সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করি, গোপন করি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here