গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি আরোহী নিহত

0
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি আরোহী নিহত

গাজীপুরে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে এক সিএনজি আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় একই পরিবারের দুইজন আহত হয়েছেন।

শনিবার ভোরে সিটি করপোরেশনের কোনাবাড়ী হাইওয়ে থানার পূর্ব পাশে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বকুল মিয়া (৩৫) নীলফামারীর ডোমার থানার বসুনিয়া পাড়া এলাকার মৃত তারাজ উদ্দিনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার এসআই পাপন হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ভাড়া বাসায় স্বপরিবারে থাকতেন বকুল মিয়া। শনিবার ভোরে তিনি সিএনজি চালিত একটি অটোরিকশায় চড়ে জয়দেবপুর চৌরাস্তা থেকে স্বপরিবারে জরুন এলাকার বাসায় ফিরছিলেন।

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী হাইওয়ে থানার পূর্ব পাশে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি আরোহী বকুল মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং পরিবারের দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here