গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় মাসুদ রানা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের পীরগঞ্জের বড় রসুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (৩৪), একই জেলার মাহামুদপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে সোহেল রানা (২৫), মাদারীপুর জেলার কালকিনী থানার গোপালপুর গ্রামের হাসমত বেপারীর ছেলে আসাদ বেপারী ওরফে আসলাম (৩৪) ও গাজীপুর সিটি করপোরেশনের চান্দপাড়া এলাকার জাহিদুল বেপারীর ছেলে মো: ফজলু ওরফে তোতলা ফজলু (৩২)।
জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বলেন, গত ৯ মার্চ ভোরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশ জানতে পারে, গাজীপুর সিটি করপোরেশনের পেয়ারা বাগান এলাকায় স্থানীয় ভি এন্ড আর গার্মেন্টসের গলিতে মনিরের টিনশেড বাড়ির পেছনে ড্রেনের ওপর একজন ব্যক্তিকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম মো: মাসুদ রানাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভিকটিমের ভাই রাজিব মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে সোমবার দুপুরে রংপুর থেকে সুমন মিয়া, আসলাম, ফজলু ওরফে তোতলা ফজলু এবং গাজীপুর থেকে সোহেল রানাকে গ্রেফতার করেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পরোয়ানা মূলে আসামি সুমন মিয়া এবং আসলামকে জিএমপির বাসন থানা পুলিশ গ্রেফতারের জন্য ভিকটিম মাসুদ রানা সহায়তা করে। এর জের ধরে সোহেল রানার মাধ্যমে ভিকটিম মাসুদ রানাকে বাসন থানার ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ডেকে নেয়া হয়। এক পর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে মাথার বাম পাশ, দুই পা জখম এবং বাম হাতের কজি বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। পরে আসামি সুমন মিয়ার স্বীকারোক্তিমতে ড্রেনের ভেতর থেকে ঘটনার ব্যবহৃত দুটি ধারালো দা উদ্ধার করা হয়।