গাজীপুরের কাপাসিয়ায় উপজেলায় প্রায় কোটি টাকার মালামাল লুটের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে নগদ ২৫ লাখ টাকা, ১৪ লাখ ৯৭ হাজার ৯ শত টাকার মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হৃদয়পুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে ও ডিপো ইনচার্জ শামীম আল মামুন (৩১), ভ্যানগাড়ি চালক ও কুষ্টিয়ার মিরপুর থানার আমলা সদরপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে সালমান আহমেদ (২২), গোপালগঞ্জ জেলা সদরের রুবেল আহমেদ (৩৩), কুষ্টিয়ার দৌলতপুরের পাভেল ইসলাম মেহেদী (৩২), বগুড়ার শিবগঞ্জের হোসেন মন্ডল (৩৫), রাজশাহীর গোদাগাড়ির আহসান হাবিব (৪৪)।