গাজীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

0

গাজীপুরের কালীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সেলিম মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার চুয়ারিখোলা এলাকার টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া পিকআপটির চালক ছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার হালিউড়া এলাকার হোসেন আলীর ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হায়াতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকার দিকে এবং বিপরীত দিক থেকে একটি পিকআপ ঘোড়াশালের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাস ও পিকআপটি টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা এলাকায় পৌঁছায়। এ সময় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সেলিম মিয়া মারা যান।  
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও পিকআপটি জব্দ এবং মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here