গাজীপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

0

গাজীপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে রিসোর্টের পুকুরে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট এন্ড পার্কে এ ঘটনা ঘটে। 

মৃত ছাত্ররা হলো, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন মধ্য আরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে হামীম (১৫) এবং একই এলাকার লিটন মিয়ার ছেলে নোমান (১৫)। তারা দু’জনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

জিএমপির পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে। তারা বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে রিসোর্টের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

সাবরিনা ড্রিম রিসোর্ট এন্ড পার্কের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সোহেল মিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, পার্কের ওই পুকুরে মাছ চাষ করা হয়। পুকুরের পানিতে নামার নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও অনেকে পানিতে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে দুই শিক্ষার্থী পুকুরের গভীরে গিয়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here