গাজীপুরে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ১

0

গাজীপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাচারকালে মহানগর ডিবি পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো: নূর আলম (৪০) রংপুর জেলার পরশুরাম থানার চিলার ঝাড় এলাকার নয়া মিয়ার ছেলে। এ সময় তার নিকট থেকে ২৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

রবিবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

গ্রেফতারকৃত নুর আলম জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রংপুর থেকে অল্প দামে ফেনসিডিল ক্রয় করে গাজীপুরে বেশি দামে তার পরিচিত কয়েকজনের মাধ্যমে বিক্রি করে থাকে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এ ব্যাপারে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি বলেন, জব্দকৃত ফেনসিডিলের মূল্য প্রায় ৮ লাখ ৪৬ হাজার টাকা।

পুলিশ ২৮২ বোতল ফেন্সিডিল ছাড়াও একটি সিম্ফনি মোবাইল ফোন এবং পার্সেল সার্ভিস লিমিটেড’র বুকিং রশিদ জব্দ করেছে। 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here