গাজীপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন

0
গাজীপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গাজীপুরের হাতিয়াবো এলাকায় পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিমএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। রবিবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে তিনি বলেন, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর নতুন পুলিশ ফাঁড়ির স্থাপন করা হয়েছে। এতে ছুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নির্মূলে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। 

জিএমপি কমিশনার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের এই ঘন বনের ভেতরের রাস্তায় বিভিন্ন পয়েন্টে প্রায়ই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। টহল পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও, অপরাধ পুরোপুরি রোধ করা যাচ্ছিল না। তাই এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করেছি। এটি স্থানীয়দের নিরাপদ চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গাজীপুর শহরে ৮ টি থানার কার্যক্রম ১৬টি’তে রুপান্তরে জনবল বাড়ানোসহ প্রয়োজনীয় কাজ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এসময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঁইয়া, মো. শফিকুল ইসলাম, মো. রবিউল হাসান, মোহাম্মদ মহিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here