স্মাট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা প্রসাশক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রসাশক আনিসুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আকতারুজ্জামান। সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো: মামুনুল করিম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, প্রফেসর এম. এ বারী, মুকুল কুমার মল্লিক, মো: মুজিবুর রহমান প্রমুখ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা কার্যালয় ও গাজীপুর জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।