গাজীপুরে দুর্বৃত্তদের হাতে কিশোর খুন

0

গাজীপুরে এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে তার লাশ সিটি করপোরেশনের বাসন থানাধীন পেয়ারাবাগান এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ বকুল (১৪)। সে রংপুরের মিঠাপুকুর থানার হযরতপুর এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। 

নিহতের দাদি সখিনা বেগম ও স্বজনেরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের পেয়ারাবাগান এলাকায় দাদির কাছে মাঝে মধ্যেই থাকতো বকুল। তার বাবা এলাকায় রিক্সা চালান। সোমবার বাড়ির পাশের একটি মাঠে খেলা করার সময় বকুলের সঙ্গে তার বন্ধুদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দুপুর হতে নিখোঁজ হয় সে। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে ওই এলাকার জনৈক সিদ্দিকুর রহমানের পরিত্যক্ত একটি ঘরে বকুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার নাক দিয়ে রক্ত ঝরছিল এবং ডান চোখের উপরে কাটা দাগ রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here