গাজীপুরে তিন স্থানে অগ্নিকাণ্ড, পুড়ল গুদাম-বসতবাড়ি

0
গাজীপুরে তিন স্থানে অগ্নিকাণ্ড, পুড়ল গুদাম-বসতবাড়ি

কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরের তিন স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার এ ঘটনা ঘটে। আগুনে ঝুটের গোডাউন (গুদাম) ও একটি টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্যে জানা গেছে, সোমবার সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের পূবাইলের মাঝুখান বাজার এলাকায় একটি সেমি পাকা ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন আরও তিনটি কক্ষে ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে চারটি গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অপরদিকে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ পূর্ব পাড়া এলাকায় সোমবার ভোর ৪টার দিকে টিনশেডের তৈরি একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো ঝুট গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। 

এ ছাড়া সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লী বিদ্যুৎ দিঘিরপাড় এলাকায় একটি টিনশেড কলোনিতে আগুন লাগে। আগুনে কলোনির প্রায় ৭৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। 

জানা গেছে, কলোনিতে বসবাসকারী লোকজন সকালে বিভিন্ন কর্মস্থলে চলে যায়। এ সময় একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে আশপাশের লোকজন চিৎকার করলে লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় আগুনের ভয়াবহতা বেড়ে আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, গাজীপুরে তিনটি আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে কোনো ঘটনায় হতাহত নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here