গাজীপুরে ঝুটের ৩টি গোডাউনে আগুন

0

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে তিনটি গোডাউন পুড়ে গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত পৌনে ৯টায় আগুন লাগে ও রাত ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় রাত পৌনে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের মাত্রা বেশি হওয়ায় খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটিসহ চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে ঝুট গোডাউনে আগুন লাগার পর আগুনের ধোঁয়া ও লেলিহান আগুনের কুন্ডুলিতে আশপাশের স্থাপনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশের মানুষ বাসাবাড়ি ও প্রতিষ্ঠান ছেড়ে দৌঁড়ে বেরিয়ে যায়। আগুনের ভয়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here