গাজীপুরের কালীগঞ্জে যাত্রী বেশে উঠে চালককে অচেতন করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন (৬০)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
নেশা দ্রব্য খাইয়ে অচেতন করা অটোরিকশাচালকের নাম নয়ন (৫০) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের হাশেমের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আরো জানান, নিহত দেলোয়ার হোসেন একজন পেশাদার ছিনতাইকারী ও চোর বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে।