গাজীপুরে কৃষক মাঠ দিবস

0

গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সরিষা-বোরো-রোপা আমন) বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর উপ-পরিচালক কৃষিবিদ আশীষ কুমার কর, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ঢাকা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ নাজমুল কবির।

এ সময় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী, উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here