গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পথচারী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাতে সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রিপন মিয়া (২৫)। সে ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন কচুয়াবদুরা এলাকার আমির হোসেনের ছেলে।
তিনি আরও বলেন, ঘটনার পর কাভার্ডভ্যান রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।