গাজীপুর কম্পিউটার সমিতির (বিসিএস) দ্বি-বার্ষিক সম্মেলন, নির্বাচন ও বার্ষিক ইফতার মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর শহরের প্রকৌশলী ভবনের কনভেনশন হলে সমিতির ২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
পরে গণনা শেষে বিকেলে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তপন চক্রবর্তী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ীরা হলেন-সভাপতি আমিরুল ইসলাম সুমন, সহ-সভাপতি মো: আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো: রবিউল আউয়াল, কোষাধ্যক্ষ মো: নাজিম হোসেন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ সরকার, মো: জিয়ারত হোসেন ও শাকিল আহমেদ। পরে নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে সমিতির সদস্যদের সন্মানে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।