গাজীপুরে একটি কলোনিতে আগুন

0

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের চক্রবর্তী এলাকার একটি কলোনিতে আগুন লেগে শতাধিক কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় সোমবার দিবাগত রাত ২টার দিকে একটি কলোনিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন টিনশেডের পুরো কলনিতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই টিনশেড কলোনির শতাধিক কক্ষ পুড়ে যায়। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here