গাজীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

0

গাজীপুরে সদর উপজেলার মেম্বারবাড়ি দরগার চালা পাঁচপীর মাজার এলাকায় আম বাগান থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল। এ ঘটনায় গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাজীপুরে পিবিআই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি পুলিশ পরিচয় সনাক্ত করতে ঘটনাস্থলে যান। 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, সকালে পাঁচ পীর মাজার এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, লাশের পাশে একটি চাকু পাওয়া গেছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় সনাক্তসহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here