গাজীপুরের নতুন জেলা প্রশাসক আজাদ জাহান

0
গাজীপুরের নতুন জেলা প্রশাসক আজাদ জাহান

গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আজাদ জাহান। 

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসক নাফিসা আরেফীনকে উপ-সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহানকে গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর থেকে ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

এর আগে মো. আজাদ জাহান কুষ্টিয়ার মিরপুর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. আজাদ জাহান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার জন্ম ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here