গাজীপুরের কালীগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ

0

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here