গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের ৪ দিন পর বর সিয়াম ঘরের ধর্ণার সাথে গলায় উর্না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার জানের চালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জানের চালা গ্রামের রতন মিয়ার মেয়ে রুমার সাথে একই গ্রামের আবু সাঈদের ছেলে সিয়ামের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে গত রবিবার দিন তারা পরিবারের অমতে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার শুরু করে। বুধবার সকাল ৭টার দিকে পুত্র সিয়াম ও পুত্রবধূ রুমাকে বাড়িতে রেখে সিয়ামের বাবা-মা স্থানীয় একটি কারখানায় কাজ করতে যায়। কারখানার কাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে তারা বাড়িতে খেতে আসে। এ সময় দেখতে পায় ঘরের বাইরে পুত্রবধূ রুমা একা বসে আছে। সিয়ামকে না পেয়ে তারা ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পায় ঘরের ধর্ণার সাথে গলায় উর্না পেচানো অবস্থায় সিয়াম ঝুলে আছে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ধর্ণা থেকে সিয়ামকে নামিয়ে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ হাসপাতাল থেকে সিয়ামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।