গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাপাসিয়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান নরসিংদী যাচ্ছিল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া এলাকায় পৌঁছালে ৬/৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে গাছের গুঁড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এক পর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান বলেন, খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের আগুন নেভায়। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।