গাজা সংঘাত: ফ্রান্সের সুর বদল, মুখোমুখি ম্যাক্রোঁ-নেতানিয়াহু

0

হামাসের হামলার পর ফ্রান্স জোর গলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল। বলেছিল, ইসরায়েলের আত্মরক্ষার সব অধিকার আছে। তবে এবার হঠাৎ করে ভিন্ন সুর বেজে উঠলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কণ্ঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েলের শিশু ও নারী হত্যা বন্ধ করা উচিত।

এলিসি প্রাসাদে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, এই নির্বিচার বোমা হামলার কোনো ন্যায়সঙ্গ কারণ নেই বরং যুদ্ধবিরতিই ইসরায়েলের জন্য লাভজনক হতে পারে। 

তবে হামাসের হামলার নিন্দাও জানিয়েছেন ম্যাক্রোঁ। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও বিবেচনা করছে তার দেশ ফ্রান্স। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য ম্যাক্রোঁর কথার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক দেশের হামাসের নিন্দা জানানো উচিত। 

নেতানিয়াহু বলেন, ‌‘হামাস যে অপরাধ আজ গাজায় ঘটাচ্ছে, তা কাল তারা প্যারিস, নিউইয়র্ক কিংবা বিশ্বের অন্য কোথায় একই হামলা চালাবে।’

নেতানিয়াহুর কথায় পরিষ্কার তিনি গাজায় বোমা হামলা বন্ধের ম্যাক্রোঁর প্রস্তাব মোটেও ভালোভাবে নেননি।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here