ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আবারও পিছিয়েছে। শুক্রবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হওয়ার কথা আছে।
প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের বিলম্বের পর বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সংশোধনী আনার পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেন, “এটি এমন এক প্রস্তাব যেটিতে আমরা সমর্থন দিতে পারি।”
তবে যুক্তরাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দেবে, নাকি ভোটদানে বিরত থাকবে— সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কূটনীতিকেরা বলেছেন, একটি রুদ্ধদ্বার বৈঠক চলার সময় নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য দেশ রাশিয়া এবং আরও কিছু সদস্য দেশের অভিযোগের মুখে ভোটাভুটি শুক্রবার পর্যন্ত পেছানো হয়েছে। ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে প্রস্তাবে যে সংশোধনী আনা হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছিল তারা।
বৈঠকের পর রাশিয়ার জাতিসংঘের দূত ভাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গোয়ান বলেছেন, এখানকার (প্রস্তাবের) কিছু ভাষা কিছুটা অযৌক্তিক।
গোয়ান মনে করেন, পরিষদের অন্য সদস্যদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা চুক্তির খাতিরে এসব বিষয় মেনে নেবে কি না। সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল