গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা ইরাকি প্রতিরোধ ফ্রন্টের: রিপোর্ট

0

ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকি প্রতিরোধ ফ্রন্ট। সংগঠনটি ইতোমধ্যেই সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে।

বৃহ্স্পতিবার সিরিয়ার আল তানাফ ও কুনিকো মার্কিন সেনা ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়।

ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, তারা তিনটি ড্রোনের সাহায্যে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আল-তানাফ ঘাঁটিতে হামলা চালিয়েছে। এটি সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

এর আগে ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের আল-আনবার প্রদেশের আইন আল আসাদ সামরিক ঘাঁটি এবং উত্তরাঞ্চলীয় ‘আল হারির’ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এরপর তারা এক বিবৃতিতে দুই সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে।

ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট কয়েক দিন ধরেই এই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে, গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে তারাও এই যুদ্ধে নিজেদেরকে জড়াবে। সূত্র: সিনহুয়া, সিজিটিএন, দ্য নিউ আরাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here