গাজা যুদ্ধের ইতি টানতে আরও ৭ মাস লাগবে: ইসরায়েল

0

এরইমধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ছয় মাস পেরিয়ে গেছে। তবে যুদ্ধ বন্ধের নাম নেই। দফায় দফায় যুদ্ধবিরতির আলোচনাও গেছে ভেস্তে। এর মাঝেই মিশর সীমান্তবর্তী গাজার ভূখণ্ড রাফাতে অভিযান শুরু করেছে ইসরায়েল।

এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি এক সাক্ষাৎকারে জানালেন, এই যুদ্ধ আরও সাত মাস চলতে পারে। তার মানে পুরো ২০২৪ সাল জুড়েই গাজায় আগ্রাসন চালানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল।

যুদ্ধের কারণে আন্তর্জাতিক মহলে ক্রমেই একা হয়ে পড়ছে ইসরায়েল সেকথাও মনে করালেন জাচি হানেবি। যুক্তরাষ্ট্রসহ প্রধান মিত্ররা ইসরায়েলের প্রতি ক্ষোভ জানাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।

তবে রাফায় ইসরায়েলি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়েছেন জাচি হানেবি। তার মতে, হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তসংলগ্ন এলাকাকে চোরাচালানের রাজ্য বানিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here