গাজা যুদ্ধবিরতি আলোচনায় মিসরে গিয়ে কাতারের তিন কূটনীতিক নিহত

0
গাজা যুদ্ধবিরতি আলোচনায় মিসরে গিয়ে কাতারের তিন কূটনীতিক নিহত

চলতি সপ্তাহের শুরুতে গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য মিসরে গিয়ে কাতারের তিন কূটনীতিক নিহত হয়েছেন। তারা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছে মিসরে থাকা কাতারের দূতাবাস।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রবিবার এক এক্স বার্তায় মিসরে থাকা কাতারের দূতাবাস বলেছে, “মিসরের লোহিত সাগরের অবকাশযাপনকারী শহর শারম আল-শেখের কাছে এক গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মচারী নিহত হয়েছেন।”

দূতাবাস জানিয়েছে, “এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আহত এবং নিহতদের মৃতদেহ রবিবারই দোহায় ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছে দূতাবাস।

দুটি নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যমকে জানায়, শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার বাঁকের ওপর কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে কাতার, তুরস্ক এবং মিসরের কর্মকর্তারা শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় অংশ নেওয়ার কয়েকদিন পরেই এই দুর্ঘটনা ঘটে। ওই আলোচনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হয়।

চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে সোমবার মিসরীয় শহরটিতে একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন হতে যাচ্ছে। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here