গাজা দখলে নিয়ে ‘স্বাধীনতা অঞ্চল’ তৈরি করতে চান ট্রাম্প

0

আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করার ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি গাজা নিয়ে কথা বলেন। এ সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে। এরপর সেখানে ‘স্বাধীনতা অঞ্চল’ তৈরি করা হবে। এতে সেখানে সব মানুষ নিরাপদে বাস করতে পারবে।

তিনি বলেন, “গাজার জন্য আমার পরিকল্পনা আছে। যেগুলো আমি মনে করি ভালো। চলুন গাজাকে একটি স্বাধীনতা অঞ্চল হিসেবে তৈরি করি। এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন। আমি খুবই গর্বিত হব যদি গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেয় এবং এটিকে একটি স্বাধীনতা অঞ্চলে পরিণত করে। ভালো কিছু হতে দিন। মানুষকে এমন বাড়িতে রাখুন যেখানে তারা নিরাপদে থাকবে। গাজার সমস্যা কখনও সমাধান করা হয়নি।”

তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে চালানো হামাসের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নিয়েও মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, “এটি মানব ইতিহাসের অন্যতম নৃসংশ ঘটনা ছিল।”

তিনি বলেন, “হামাসকে মোকাবিলা করতে হবে। মনে রাখুন, বিশ্বের ইতিহাসে ৭ অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন। আমি মনে করি শুধুমাত্র এই অঞ্চলে, এই অঞ্চলে নয়, এটি ছিল (পুরো বিশ্বে) সবচেয়ে নৃসংশ হামলা যা আগে কেউ কখনও দেখেনি।” সূত্র: দ্য গার্ডিয়ান, মিডল ইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here