গাজা থেকে হামাস বিতাড়নের মিশনে নামছে যুক্তরাষ্ট্র?

0
গাজা থেকে হামাস বিতাড়নের মিশনে নামছে যুক্তরাষ্ট্র?

এবার অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে স্বাধীনতাকামী সংগঠনকে পুরোপুরি নির্মুল করতে চায় যুক্তরাষ্ট্র। গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ একটি বিশেষ প্রশাসনিক কাঠামোর ঘোষণা করেছেন। একে তিনি বোর্ড অফ পিস হিসেবে অভিহিত করেছেন। 

ফ্লোরিডার হলিউডে ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গাজায় হামাসকে স্থায়ীভাবে হটিয়ে সেখানে একটি প্রযুক্তি নির্ভর বা টেকনোক্র্যাটিক শাসন ব্যবস্থা চালু করার লক্ষ্যে কাজ করছে ট্রাম্প প্রশাস। জ্যারেড কুশনারসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা এই পরিকল্পনার সাথে যুক্ত রয়েছেন। ইতোমধ্যে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে যার লক্ষ্য হলো যুদ্ধবিরতি থেকে সরে এসে এলাকাটিকে নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠনের মাধ্যমে একটি নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা।

জিম্মি মুক্তি প্রসঙ্গে উইটকফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। হোয়াইট হাউসে জিম্মিদের মুক্তির দিনটি ট্রাম্পের জীবনের অন্যতম সেরা দিন ছিল বলে তিনি উল্লেখ করেন। 

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে ট্রাম্পের দূরদর্শিতার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে উইটকফ বলেন, এই জটিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ট্রাম্পই যোগ্যতম ব্যক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here