গাজা উপত্যকায় ইসরায়েলের ফের বিমান হামলা, নিহত ১

0

অধিকৃত গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। বুধবার এই হামলায় অন্তত ১ জন নিহত এবং দুইজন আহত হয়েছেন। 

এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দখলকৃত গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল।

সাংবাদিক ইয়াওমনা আল সাইদ বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা বড় ধরনের সতর্কতায় রয়েছে। স্কুল, সরকারি এবং বেসরকারি স্থাপনাসমূহ বন্ধ রয়েছে।

এর আগে সোমবার গভীর রাতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

 ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here