ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মন্তব্যের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার। এর জেরে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া।
সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এর জেরে দক্ষিণ আমেরিকার দেশটির কাছে অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় ইসরায়েল।
জানা গেছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় গাজার ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর মধ্যে একটি পোস্টে গাজায় ইসরায়েলের হামলাকে ইহুদিদের ওপর নাৎসি নিপীড়নের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট পেট্রো।
এরপর ইসরায়েল অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত নিলে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, “যদি ইসরায়েলের সঙ্গে আমাদের বৈদেশিক সম্পর্ক স্থগিত করতে হয় তবে আমরা তা স্থগিত করব। তারপরও আমরা গণহত্যা সমর্থন করি না। কলম্বিয়ার প্রেসিডেন্টকে অপমান করা যাবে না।”
পেট্রো তার বিরুদ্ধে ইসরায়েলের ‘অপমান’ এর পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শনের জন্য লাতিন আমেরিকান দেশগুলোর কাছেও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইসরায়েলের জনগণের কাছে আমি…ফিলিস্তিন ও বিশ্বে শান্তি অর্জনে সাহায্য চাই। কলম্বিয়া একটি স্বাধীন, সার্বভৌম এবং ন্যায়পরায়ণ মানুষের দেশ।” সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল, এপি, আল আরাবিয়া, ইরনা, নিউ আরাব, আল মায়াদিন, পেনিনসুলা কাতার, ফ্রান্স২৪