পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার শুধু ক্রিকেট নয়, মাঠের পারফরম্যান্সের মাধ্যমে মানবিক সহায়তার এক অসাধারণ উদ্যোগ নিয়েছে মুলতান সুলতানস।
দলের মালিক আলী খান তারিন ঘোষণা দিয়েছেন, এবারের টুর্নামেন্টে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনের তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে অনুদান দেওয়া হবে। এই অর্থ ব্যবহৃত হবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার শিশুদের সহায়তায়।
শনিবার পিএসএলের প্রথম ম্যাচ শুরুর আগে এক ভিডিও বার্তায় তারিন জানান, “আমরা পিএসএলের এই মঞ্চকে ব্যবহার করতে চাই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য। প্রতিটি ছক্কা ও উইকেটেই ফিলিস্তিনের শিশুদের জন্য এক লাখ রুপি অনুদান দেওয়া হবে।”
যদিও প্রথম ম্যাচে করাচি কিংসের কাছে চার উইকেটে হেরে যায় মুলতান সুলতানস, তবুও গাজাবাসীর জন্য ছিল একটি বড় প্রাপ্তি। ম্যাচে মুলতানের ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন ৯টি ছক্কা এবং বোলাররা নিয়েছেন ৬টি উইকেট—সব মিলিয়ে ফিলিস্তিনের জন্য জমা হয়েছে ১৫ লাখ রুপি।
ম্যাচটিতে মুলতানের হয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬৩ বলে ১০৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন, যেখানে ছিল পাঁচটি ছক্কা। তবে তার সেঞ্চুরি দলকে জয় এনে দিতে পারেনি, কারণ করাচির জেমস ভিন্স ৪৩ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলে চার বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন।
ফলাফল যাই হোক, মাঠে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেট এবার গাজার শিশুদের মুখে হাসি ফোটাবে, সেটাই সবচেয়ে বড় জয়।