মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে গাজা বিষয়ক প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। তবে বিষয়টি বিতর্কিত, কারণ গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এই বোর্ডটি গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে প্রস্তাব করা হয়েছে। ট্রাম্পের ধারণায়, এটি গাজার শাসন কাঠামো গড়া, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ ও অর্থায়ন ব্যবস্থাপনা তদারকি করবে। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে নেতানিয়াহুর অংশগ্রহণ বোর্ডটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অনেক ফিলিস্তিনি মনে করেন, দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার পথে নেতানিয়াহু একটি বড় বাধা; তার আগ্রহ মূলত হামাসকে নিরস্ত্রীকরণে, সেনা প্রত্যাহারে নয়।
বোর্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আইসিসির অভিযুক্ত আরও কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাহী বোর্ডে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, টনি ব্লেয়ারসহ প্রভাবশালী ব্যক্তিরা।
সুইডেন, নরওয়ে ও ইতালিসহ কিছু দেশ আমন্ত্রণ পেলেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। চীন আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করলেও সিদ্ধান্ত জানায়নি। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই বোর্ডের পরিধি ভবিষ্যতে গাজার বাইরেও বিস্তৃত হতে পারে-যা জাতিসংঘের ভূমিকা নিয়েও নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সূত্র: আল-জাজিরা

