গাজার ‘শান্তি পর্ষদে’ ট্রাম্পের আমন্ত্রণ: যা বললো পাকিস্তান

0
গাজার ‘শান্তি পর্ষদে’ ট্রাম্পের আমন্ত্রণ: যা বললো পাকিস্তান

ফিলিস্তিনের গাজায় অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকে গঠিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ পাকিস্তানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, ‘গাজার শান্তি পর্ষদে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে পাকিস্তান যুক্ত থাকবে।’

ইসরায়েলের টানা দুই বছরের বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্রাম্প ইতোমধ্যে নিজেকে এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থনৈতিক উন্নয়নের বিতর্কিত ধারণা সামনে আনছেন। যুক্তরাষ্ট্র তুরস্ক, মিসর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইতালি, মরক্কো, ব্রিটেন, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ প্রায় ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানকে বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

তবে বোর্ডের সনদে গাজার নাম সরাসরি উল্লেখ না থাকায় ট্রাম্প এটিকে জাতিসংঘের বিকল্প একটি কাঠামো হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক শীর্ষ আলোচক জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে বোর্ডের নির্বাহী প্যানেলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।

রয়টার্স বলছে, এই বোর্ডে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও রয়েছেন। তবে গাজায় তুরস্কের যে কোনো ভূমিকার বিরোধিতা করে আসছে ইসরায়েল।

নির্বাহী বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের বিশেষ সমন্বয়কারীর ‍ভূমিকা পালন করা সিগরিড কাগ, ইসরায়েলি-সাইপ্রাসি ধনকুবের ইয়াকির গাবে এবং সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রী।

গাজা শাসনের জন্য গঠিত ফিলিস্তিনি প্রকৌশলীদের একটি কমিটি শুক্রবার কায়রোতে প্রথম বৈঠক করেছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যিনি কয়েক মাস ধরে স্টিভ উইটকফের সঙ্গে এ ইস্যুতে কাজ করছেন।

কমিটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপমন্ত্রী আলি শাআথ। তার উচ্চাভিলাষী পরিকল্পনার মধ্যে রয়েছে যুদ্ধের ধ্বংসাবশেষ ভূমধ্যসাগরে ঠেলে দেওয়া এবং তিন বছরের মধ্যে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্গঠন করা।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here