গাজার পর সিরিয়ায় ইসরায়েলের হামলা, যা বলল রাশিয়া

0

ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে মিসাইল দিয়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এ বিষয়ে রাশিয়া বলেছে, ইসরায়েলের সিরিয়ায় হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

রাশিয়া বলেছে, “ইসরায়েলি পক্ষের এই পদক্ষেপগুলো সিরিয়ার আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মের চরম লঙ্ঘন করেছে।”

বিবৃতিতে মন্ত্রণালয় আরো বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার নিরাপরাধ মানুষের জীবন এবং আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে ও হুমকির মুখে ফেলেছে। এটি পুরো পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যা পুরো অঞ্চলজুড়ে সশস্ত্র ঘটনাকে উস্কে দিতে পারে, এটি ঘটতে দেওয়া উচিত নয়।”

বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আল-ইকবারিয়া সিরিয়ার দুটি বৃহত্তম শহর আলেপ্পো এবং দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে ইসরায়েলি মিসাইল হামলা চালানোর খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আলেপ্পো বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দামেস্ক বিমানবন্দরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here