গাজায় ইসরায়েলি বোমা হামলায় যে ধ্বংসাবশেষ হয়েছে তা সরাতে ১৪ বছর লাগতে পারে। বিশেষ করে অবিস্ফোরিত বোমা থেকে গাজাকে বসবাসের জন্য নিরাপদ করতে এই সময়ের প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ‘ডিমিনিং বিশেষজ্ঞ’ পেহর লোধাম্বার।
শুক্রবার জাতিসংঘের ‘মাইন অ্যাকশন সার্ভিস’র উর্ধ্বতন এই কর্মকর্তা জানান, ইসরায়েলি হামলায় ৩৭ মিলিয়ন টন ধ্বংসাবশেষ জমা হয়েছে। জেনেভায় জাতিসংঘের মাইন বিশেষজ্ঞ পেহর লোধাম্বার গণমাধ্যমকে আরো বলেছেন, ছিটমহলে অবিস্ফোরিত অস্ত্রের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব হয়ে পড়েছে। কারণ সেখানে গত ৭ মাসের বোমাবর্ষণে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো ধ্বংস্তুপে পরিণত হয়েছে। সংঘাতে ক্ষতিগ্রস্ত গাজার প্রতি বর্গমিটারে ২০০ কিলোগ্রাম ধ্বংস্তুপ রয়েছে। লোধাম্বার বলেন, আমি শুধু বলতে পারি যে অন্তত: ১০% গোলাবারুদ যেগুলি ছোঁড়া হচ্ছে তা প্রত্যাশিত আঘাত করতে ব্যর্থ হয় অর্থাৎ বিস্ফোরিত হয়নি, সেগুলোসহ ধ্বংসাবশেষ সরাতে দৈনিক ১০০টি করে ট্রাক ব্যবহার করলে ১৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে অর্থাৎ মোট ৭ লাখ ৫০ হাজার কর্মদিবসের প্রয়োজন হবে।