ইসরায়েলে আক্রমণ চালিয়ে অন্তত ১০০ জন সামরিক-বেসামরিক নাগরিককে অপহরণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক হামলায় ৩০০ জনের বেশি নিহত, ১ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন।
এই পরিস্থিতিতে হামাসের হামলার পাল্টা জবাবে গাজার চিত্র পাল্টে দেওয়ার হুমকি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত। এক্স পোস্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, নারী শিশু ও বয়স্কো কোনো বাছবিচার না করেই সন্ত্রাসী হামলা চালিয়েছে হামাস। তারা যে ভুল করেছে, অচিরেই এর ফল ভোগ করবে।
হামাসের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের শক্ত অবস্থান এবং সশস্ত্র এই সংগঠনটিকে নিশ্চিহ্ন করা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। হামলার পরপরই নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে আছে ইসরায়েল।’ পূর্ণশক্তিতে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি গাজার বাসিন্দাদের সরে যেতে বলেন।
এদিকে, হামাসের রকেট হামলার পর পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৩০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে হাজারের অধিক। হামাসের এমন হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র-ভারত। তবে পাশে দাঁড়িয়েছে ইরান, ইরাক ও জর্ডান। সূত্র : বিবিসি।