গাজার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে যা বললেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র

0

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, গাজার উত্তরাঞ্চলে নিরাপত্তা, পানি, খাদ্য ও ওষুধ না পাওয়ায় গাজার নাগরিকরা ক্রমবর্ধমানহারে গাজা উপত্যকার দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ড্যানিয়েল হাগারি অভিযোগ করেন, হামাস বেসামরিক জনগণের পেছনে লুকিয়ে থাকে। এরজন্য তিনি হামাসকে আক্রমণ করেন। তিনি বলেন, তারা (হামাস) উত্তরে ‘নিয়ন্ত্রণ হারিয়েছে’। 

ইসরায়েলি এই মুখপাত্র আরও বলেন, হামাস নেতারা গাজার জনগণ থেকে ‘বিচ্ছিন্ন। তারা কেবল নিজেদের বেঁচে থাকার কথা চিন্তা করছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতিকে ‘ক্রমবর্ধমান ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান।

মার্টিন গ্রিফিথস বলেন, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ওই অঞ্চলে ১৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৪৫ জন শিশু। ২,৪০০ এরও বেশি মানুষ আহত এবং ১,০০০ এরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, যথেষ্ঠ হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here