গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় ৫ শতাধিক মানুষের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় ‘হতভম্ব’ জাতিসংঘ আর কঠোর নিন্দা করেছেন বিশ্বনেতারা।
এদিকে, গাজার এ ভয়াবহ ঘটনার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের শোক ঘোষণা করেছেন। হামাস কর্মকর্তারা সেখানে এ হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে বলেছেন, হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫ শতাধিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে।