ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৭ টন মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। সহায়তার মধ্যে থাকছে-আটা, চিনি, চাল ও পাস্তা।
এরই মধ্যে এসব সহায়তা বহনকারী রুশ প্লেনটি মিশরের আল আরিশ বিমানবন্দরে উদ্দেশে উড়াল দিয়েছে।
বুধবার ইসরায়েল গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে থেকেই তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে মানবিক সহায়তার জন্য রাফাহ ক্রসিং খুলে দেওয়ার ব্যাপারে কথা বলেন। এরপর তাকে জানানো হয়, ইসরায়েল ২০টি ট্রাক ঢুকতে দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে। তবে শুক্রবারের আগে সেই ট্রাকগুলো ঢুকতে পারবে না। সূত্র: আল জাজিরা