গাজায় হাসপাতালের ভেতরেই ১৭০ জনকে গণকবর

0

বিবিসির প্রতিবেদক মঙ্গলবার সকালেই জানিয়েছিলেন গাজার আল-শিফা হাসপাতালকে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। কাউকে হাসপাতালটিতে ঢুকতেও দেওয়া হচ্ছে না। বের হতেও দেওয়া হচ্ছে না। এমনকি হাসপাতালের ভেতরেই এ ভবন থেকে ও ভবনে যাওয়াও ঝুঁকিপূর্ণ। ফলে হাসপাতালের ভেতরে থাকা মৃত রোগীদের মরদেহ নিয়ে বিপাকে পড়ে কর্তৃপক্ষ।

শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাসপাতালে অভ্যন্তরেই ১৭৯ জনের মরদেহ গণকর দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালটির পরিচালক আরো জানিয়েছেন, প্রয়োজনীয় উপকরণ ও বিদ্যুতের অভাবে হাসপাতালটিতে থাকা অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here