গাজায় স্থিতিশীলতা বাহিনীতে আরও দেশ যুক্ত হচ্ছে: ট্রাম্প

0
গাজায় স্থিতিশীলতা বাহিনীতে আরও দেশ যুক্ত হচ্ছে: ট্রাম্প

যুদ্ধবিরতি কার্যকর রাখতে ফিলিস্তিনের গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই এতে আরও দেশ যোগ দিচ্ছে।  

গতকাল সোমবার ট্রাম্প ওভাল অফিসে বলেন, ‘গাজার জন্য গঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) আরও দেশ যুক্ত হচ্ছে। তারা ইতোমধ্যেই এর সঙ্গে সম্পৃক্ত আছে। আমার কথা অনুযায়ী তারা সেনা পাঠাবে।’

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা চূড়ান্ত করতে ১৬ ডিসেম্বর কাতারের দোহায় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশীদার দেশগুলো অংশগ্রহণ করবে।

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-গাজার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী জাতিসংঘ অনুমোদিত এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হচ্ছে। যার লক্ষ্য হবে, শান্তি বজায় রাখতে সহায়তা করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here