ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধে প্রাণহানির শিকার হচ্ছে ইসরায়েলের সেনারা। গত ২৮ অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী ১৫৬ জন সেনা নিহত হয়েছে। তবে হামাসের দাবি, ইসরায়েলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি।
গাজায় যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে দখলদার বাহিনী যে কৌশল অনুসরণ করেছে তা ইতিবাচক নয় বলে সমালোচনা করেছেন অর্থমন্ত্রী নীর বারকাত। তিনি অভিযোগ করেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের জীবন রক্ষার জন্য যথেষ্ট করা হচ্ছে না।
তার এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। নেতানিয়াহু বলেছেন, বারকাতের অভিযোগ মিথ্যা।
উল্লেখ্য, বারকাতকে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল