ফিলিস্তিনের গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রংপুরের গণমাধ্যম কর্মীরা। বুধবার দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর।
মানববন্ধন থেকে গাজায় সাংবাদিক, শিশুসহ গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াতক আলী বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন রংপুর সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সাংবাদিক রেজাউল ইসলাম মানিক, রিপোর্টাস ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের রংপুর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ রংপুরের আহ্বায়ক আলী হায়দার রনি, রিপোর্টাস ইউনিটি রংপুরের সভাপতি শরিফা বেগম শিউলি, জাকির হোসেনসহ অন্যান্য সাংবাদিক। সঞ্চালনা করেন সাংবাদিক ফখরুল শাহীন।
সাংবাদিক ইউনিয়ন রংপুরের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, ফিলিস্তিনের গাজার ঘটনায় ইসলামী রাষ্ট্র ও ওআইসি কেন চুপ আছে, বোধগম্য হচ্ছে না। এখনই সময় তাদের এগিয়ে আসা এবং গাজাকে রক্ষা করা।