গাজায় গত রাতে চালানো ইসরায়েলি বিমান হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলার মধ্যে এটি ছিল ভয়াবহ।
গত রাতে গাজা উপত্যকার সাড়ে চারশ’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী।
ওই পরিচালক আরো জানিয়েছেন, মরদেহ ও আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে তার হাসপাতাল। তিনি বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।