গাজায় যুদ্ধবিরতি শুরু

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) এই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি শুরু হয়। আগামী চার দিন এই যুদ্ধবিরতি বহাল থাকবে। চার দিনে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। আর ইসরায়েল কারাগার থেকে মুক্তি দেবে ১৫০ ফিলিস্তিনিকে।

যুদ্ধ শুরুর ৪৯তম দিনে প্রথমবারের মতো বিরতি হলো। গত ৭ অক্টোবর  ভয়াবহ এই ‍যুদ্ধের সূচনা হয়।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম দলে ১৩ জন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। আর ইসরায়েল কারাগার থেকে মুক্তি ৩৯ জন ফিলিস্তিনিকে।

চুক্তি অনুযায়ী, চার দিনের এই যুদ্ধবিরতিতে প্রতিদিন ২০০ করে মোট ৮০০ ত্রাণবাহী ট্রাক ঢাকায় ঢুকবে। এর মধ্যে জ্বালানিবাহী ট্রাকও থাকবে। এক লাখ ৩০ হাজার লিটার জ্বালানি ঢুকবে প্রতিদিন। সেই সঙ্গে চার ট্রাক গ্যাস ঢুকবে দৈনিক।

যুদ্ধবিরতির এই সময়ে গাজায় কোনো হামলা ও কাউকে গ্রেফতার করবে না ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার আকাশে উড়বে না কোনো বিমান। আর উত্তর গাজায় স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য কোনো বিমান উড়বে না।

এদিকে, এরই মধ্যে যুদ্ধে গাজায় নিহত হয়েছে ১৪ হাজার ৮ শতাধিক মানুষ। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।

অন্যদিকে, ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ২০০ মানুষ। এছাড়াও সেখান থেকে ২৪০ জনের বেশি ব্যক্তিকে জিম্মি করে গাজায় এনেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা।  সূত্র: আল জাজিরা, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here