গাজায় যুদ্ধবিরতি চেয়ে আবারও নিরাপত্তা পরিষদে প্রস্তাব আরব আমিরাতের

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও প্রস্তাব এনেছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার প্রস্তাবটি এনেছে পরিষদের অন্যতম এই অস্থায়ী সদস্য।

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পর বৈশ্বিক এই সংস্থার সবচেয়ে ক্ষমতাধর অংশ নিরাপত্তা পরিষদে আবারও প্রস্তাব আনা হল।

নিরাপত্তা পরিষদে ইতোমধ্যে প্রস্তাবটি গৃহীত হয়েছে। আজ সোমাবারই সেটির ওপর ভোটাভুটি হবে।

এর আগে গত ৯ ডিসেম্বর উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো প্রস্তাব তোলে আমিরাত। তবে পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের আপত্তির (ভেটো) কারণে তা বাতিল হয়ে যায়।

এরপর ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে একই প্রস্তাব উত্থাপন করা হয় এবং সাধারণ পরিষদের ১৯১টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৫৩টিই সেটির পক্ষে ভোট দেয়।

মূলত সাধারণ পরিষদের ভোটের ফলাফলকে আমলে নিয়েই দ্বিতীয়বার এ পদক্ষেপ নিয়েছে আমিরাত। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here