কাতারে চলমান আলোচনা অনুযায়ী গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে রাজি হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির।
শুক্রবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি এ হুঁশিয়ারি দেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো আগে জানিয়েছিল যে শুক্রবার (১৭ জানুয়ারি) মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের জন্য ভোট দেবে বলে আশা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত করা হয়নি।
বেন-গাভির একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন, ‘যে চুক্তিটি হতে যাচ্ছে তা একটি ‘বেপরোয়া’ চুক্তি। এই চুক্তি হলে শত শত ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে যুদ্ধের অর্জনগুলো মুছে যাবে এবং হামাস অপরাজিত থাকবে।’
তিনি আরও বলেন, ‘যদি এই দায়িত্বজ্ঞানহীন চুক্তিটি অনুমোদিত এবং বাস্তবায়িত হয়, তাহলে আমরা ইহুদি শক্তির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেব।’ সূত্র: রয়টার্স